বর্তমান সরকার নারীর ক্ষমতায়নের কথা বললেও বাস্তবে কিছুই করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য এ্যাড: সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। এ সময় তিনি বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে নারীদের বিনাসুদে কর্মসংস্থানের জন্য ঋণ দেবে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে গোবরাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহিপুরে সমাবেশে তিনি এ কথা বলেন। ঈদের পর থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বেশ কয়েকটি স্থানে একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সব সমাবেশ আয়োজন করা হয়। মুক্তির দাবির পাশাপাশি আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেয়া ও ক্ষমতায় গেলে কি করবে তার একাধিক আশ্বাস দিয়েছেন এ্যাড: সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।
বৃহস্পতিবার মহিপুর এস.এ.এম. উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি'র যুগ্ম মহাসচিব ও সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুন-অর-রশীদ। ইউনিয়ন মহিলা দলের আহব্বায়ক মোসা: তোকিয়ারা বেগমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপি'র যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো: সাদিউজ্জামান মিয়া, সদর উপজেলা সাংগাঠনিক সম্পাদক মো: তাসেন আলী।
সমাবেশ থেকে আগামীতে বিএনপি'র সকল আন্দোলনে অংশগ্রহনের মাধ্যমে দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।
বৃহস্পতিবার মহিপুর এস.এ.এম. উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি'র যুগ্ম মহাসচিব ও সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুন-অর-রশীদ। ইউনিয়ন মহিলা দলের আহব্বায়ক মোসা: তোকিয়ারা বেগমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপি'র যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো: সাদিউজ্জামান মিয়া, সদর উপজেলা সাংগাঠনিক সম্পাদক মো: তাসেন আলী।
সমাবেশ থেকে আগামীতে বিএনপি'র সকল আন্দোলনে অংশগ্রহনের মাধ্যমে দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।