চাঁপাইনবাবগগঞ্জ রাজশাহী মহসড়কের দ্বায়িরাপুরে সড়ক দূর্ঘটনায় শুক্রবার ভোরে রফিকুল ইসলাম (৫৮) নামে এক জনের মৃত্যু হয়েছে। রফিকুল ইসলাম দ্বায়িরাপুর নতুন পাড়ার সাইদ মুন্সির ছেলে। তিনি হাতাপাড়া ওয়াক্তিয়া মসজিদের ময়াজ্বিনের দ্বায়িত্ব পালন করতেন।
পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়া জানান, ফজরের নামাজে মসজিদে মসুল্লীরা আসার সময় রাস্তায় রফিকুল ইসলামকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে, নবাাবগঞ্জ সরকারি হাসাপতালে নিয়ে যায়, সেখানে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। প্রতিদিনের মত মসজিদে আসার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন, আসার পথেই দূর্ঘটনায় পড়েন তিনি, তবে ঘাতক যানবহনটি সনাক্ত করা যায়নি।
পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়া জানান, ফজরের নামাজে মসজিদে মসুল্লীরা আসার সময় রাস্তায় রফিকুল ইসলামকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে, নবাাবগঞ্জ সরকারি হাসাপতালে নিয়ে যায়, সেখানে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। প্রতিদিনের মত মসজিদে আসার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন, আসার পথেই দূর্ঘটনায় পড়েন তিনি, তবে ঘাতক যানবহনটি সনাক্ত করা যায়নি।