চাঁপাইনবাবগঞ্জে সোমবার সরকারী ও বেসরকারী হজ্বযাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ এর উপ-পরিচালক মো. আবুল কালাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হায়াত মো. রহমতুল্লাহ।
পরে, হজ্ব ও স্বাস্থ্য বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা মো. তরিকুল ইসলাম, অধ্যক্ষ এ.কে.এম মোস্তাফিজুর রহমান ও ডাঃ পাপিয়া সুলতানা।