রমজানের প্রথম দিনই চাঁপাইনবাবগঞ্জের বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম।
শুক্রবার বাজার করতে আসা ক্রেতাদের তাই গুনতে বাড়তি দাম। সবচেয়ে বেশি
বেড়েছে সবজির দাম, সেই সাথে মাছ মুরগীর দামও বাড়তি, তবে গরুর মাংসের দাম
খুব একটা বাড়েনি। গত এক সম্পহ থেকেই বাজার ছিল বাড়তির দিকে, সেই বেড়ে যাওয়া
দামেই বিক্রি হচ্ছে পন্য বলছেন ক্রেতা বিক্রেতা উভয়ই।
শুক্রবার সকালে নিউমার্কেট কাঁচা বাজার ঘুরে দেখা যায়, গত সম্পহের চেয়ে কয়েকগুন বেশি দাম হাকাচ্ছেন বিত্রেতারা। ইফতারীতে চাহিদা বেশি হওয়ায় বেড়েছে শশার দাম, গত সম্পহের ৩০ টাকার শশা বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। দাম বাড়ার তালিকায় আছে, করল্লা, গত সম্পহের ৫০ টাকা কেজির করল্লা বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এছাড়াও বেগুন, লাউসহ সব সবজিই বাড়তি দামে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা জাহাঙ্গীর জানান, রোজার জন্য কোন দাম বাড়েনি, গত সম্পহ থেকেই দাম বাড়তি ছিল, দুই একটা সবজি একটু বেশি বেড়েছে, অন্যগুলো ঠিকই আছে।
সবজি কিনতে আসা কামাল হোসেন জানান, বাজারে সবজি পর্যাপ্ত আছে, তারপরও দাম অনেক বেশি, বাজার তদারকি করা দরকার।
অন্যদিকে মুরগীর বাজারেও কেজিতে ২০ থেকে ৩০ টাকা দাম বেড়েছে। এদিন সোনালী মুরগী বিক্রি হয়েছে ২৭০ টাকা, দেশি মুরগী বিক্রি হয়েছে ৪৪০-৪৫০ টাকা। খাসির মাংস প্রতিকেজি ৭২০ টাকা ও গরু প্রতি কেজি ৪২০-৪৫০ টাকা।
শুক্রবার সকালে নিউমার্কেট কাঁচা বাজার ঘুরে দেখা যায়, গত সম্পহের চেয়ে কয়েকগুন বেশি দাম হাকাচ্ছেন বিত্রেতারা। ইফতারীতে চাহিদা বেশি হওয়ায় বেড়েছে শশার দাম, গত সম্পহের ৩০ টাকার শশা বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। দাম বাড়ার তালিকায় আছে, করল্লা, গত সম্পহের ৫০ টাকা কেজির করল্লা বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এছাড়াও বেগুন, লাউসহ সব সবজিই বাড়তি দামে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা জাহাঙ্গীর জানান, রোজার জন্য কোন দাম বাড়েনি, গত সম্পহ থেকেই দাম বাড়তি ছিল, দুই একটা সবজি একটু বেশি বেড়েছে, অন্যগুলো ঠিকই আছে।
সবজি কিনতে আসা কামাল হোসেন জানান, বাজারে সবজি পর্যাপ্ত আছে, তারপরও দাম অনেক বেশি, বাজার তদারকি করা দরকার।
অন্যদিকে মুরগীর বাজারেও কেজিতে ২০ থেকে ৩০ টাকা দাম বেড়েছে। এদিন সোনালী মুরগী বিক্রি হয়েছে ২৭০ টাকা, দেশি মুরগী বিক্রি হয়েছে ৪৪০-৪৫০ টাকা। খাসির মাংস প্রতিকেজি ৭২০ টাকা ও গরু প্রতি কেজি ৪২০-৪৫০ টাকা।