প্রকৌশলী হতে চাই সাংবাদিক কন্যা মুর্শিদা

সাংবাদিক কামাল সুকরানার মেয়ে আল-নূর মুর্শিদা সুকরানা এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছে। সে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
মেয়ের এমন ফলাফলে খুশি মা মাজকুরা সুকরানা ও বাবা কামাল সুকরানা। তারা জানান, আশা করেছিলাম ভালোই ফলাফল করবে মেয়ে, তবে গোল্ডেন এ প্লাস পাওয়ায় বেশ খুশি।
আল-নূর মুর্শিদা সুকরানা জানান, বাবা-মা শিক্ষক সহপাঠী সকলের সহযোগিতা ছিলো বলেই এতো দূর আসতে পেরেছি, আজকের ফলাফলে আমি অনেক খুশি। সবার প্রতি কৃতজ্ঞতা। যেতে চাই আরো অনেকটা পথ, দেশের কল্যানে কাজ করতে চাই সর্বদা। প্রকৌশলী হওয়া স্বপ্ন আমার ছোট বেলা থেকেই, সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমার স্বপ্নটা পূরন করতে পারি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7