দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ সভা

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সিপিবি জেলা শাখার সভাপতি ইসরাইল সেন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সাবেক সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু হাসিব প্রমূখ।
বক্তারা বলেন, রমজান মাস সংযমের মাস। অথচ এ মাসেই ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করছে। কিন্তু মুনাফা লোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেন না। কেননা এ সরকার পূঁজিবাদিদেরই সরকার। অর‌্যদিকে বড় দলগুলোও এ ব্যাপারে সোচ্চার নয়। প্রতিবাদ সভা থেকে স্বল্প আয়ের মানুষদের জন্য রেশনিং ব্যবস্থা ও নায্য মূল্যের দোকান স্থাপনের দাবিও জানানো হয়।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7