চাঁপাইনবাবগঞ্জে পৌর কর্মকর্তা-কর্মচারীদের ২ দিনের কর্মবিরতি

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে দুদিনের কর্মবিরতী শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোশিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল ৯ টায়  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে অবস্থান নিয়ে এ কর্মবিরতী শুরু করে তারা।
এসময় বক্তব্য দেন, পৌরসভা সার্ভিস এসোশিয়েশনের জেলা সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, একদফা দাবী আদায় কমিটির আহ্বায়ক মামুন-অর-রশিদ, সদস্য সচিব জহির উদ্দিন, পৌরসভার হিসাবরক্ষক রবিউল ইসলাম, লাইসেন্স পরিদর্শক মোজলেমা বেগম, জহুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সরকার একটু নজর দিলে দেশের ৩২৭ টি পৌরসভায় কর্মরত প্রায় ১৯ হাজার কর্মকর্তা-কর্মচারীর পরিবার পরিজন নিয়ে ভালভাবে বেঁচে থাকবে। নেতৃবৃন্দ জানিয়েছেন, তাদের কর্মবিরতী চলবে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7