চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর চরে হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নারায়নপুর ইউনিয়নের নামোসূর্য্যনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমিতির সিনিয়র সহ-সভাপতি আজহারুল ইসলাম পিন্টু’র সভাপতিত্বে কম্বল বিতরণ করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, জনত্া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমরুল কয়েস, নামোসূর্য্যনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুণ হক, সমিতির দপ্তর সম্পাদক আসাদুজ্জামান পলাশ, প্রচার সম্পাদক সাংবাদিক কামাল সুকরানা।
সমিতির সাধারণ সম্পাদক বলেন, হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতির সদস্যদের নিজ অর্থে এসব শীতবস্ত্র হিসেবে কম্বলগুলো চরের হত দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে চরের আরো ২টি ইউনিয়নে এ কম্বল বিতরণ করা হবে।
0 Comments:
Post a Comment