শিবগঞ্জে তথ্য ও যোগোযোগ প্রযুক্তি দিবস পালন
‘সবার জন্য নিরাপদ ইন্টারনেট’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় তথ্য ও যোযোযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামন থেকে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। র্যালী শেষেউপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: শফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: বরমান হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দোলা, কয়লার দিয়াড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাাহ, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ইউডিসি উদ্যোক্তা রোকন আলী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা টেকনিশিয়ান কাজী রাসেল ইমন।