সিপিবির অবস্থান কর্মসূচি পালন

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে গত কাল মঙ্গলবার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার ব্যানারে বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ-কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন, জেলা সিপিবির সভাপতি ইসরাইল সেন্টু। বক্তব্য দেন, সিপিবি নেতা, অ্যাডভোকেট এবিএম সাইদুল ইসলাম, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, তৌফিকুল ইসলাম। স্মারকলিপি পাঠ করেন জেলা সিপিবির সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব। 
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিটি প্রদান করেন নেতৃবৃন্দ।  স্মারকলিপিতে অবিলম্বে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব বাতিল করে যৌক্তিভাবে বিদ্যুৎ উৎপাদন ও দাম নির্ধারণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7