মোহা: সফিকুল ইসলাম :
পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, পেনশন সুবিধাসহ সকল সরকারি সুযোগ সুবিধা সরকারী কোষাগার থেকে আদায়ের লক্ষে সারা দেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভাতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীরা। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের আহ্বানে ও শিবগঞ্জ পৌরসভা সার্ভিস এ্যসোসিয়েশনের আয়োজনে সোমবার সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি দিবস পালন করা হয়। সকাল ৯টায় পৌরসভার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তারা র্কমবরিতি পালন করেন । বক্তব্য দেন শিবগঞ্জ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌর সচিব মোঃ মেবারক হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, প্যানেল মেয়র আব্দুস সালাম, প্রকৌশলী মজিবর রহমান, সিনিয়র অফিস সহকারী তরিকুল ইসলাম, স্বাস্থ্য সহকারী শাহানারা বেগম, তথ্য সেবা কেন্দ্রের অপারেটর অন্তরা, হিসাব রক্ষক আব্দুল কুদ্দুসসহ অন্যরা।