চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রীয় কোষাগার হতে পেনশনসহ বেতন-ভাতার দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে নাচোল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার পৌরসভা প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন তারা।
কর্মবিরতি কর্মসূচিতে সভাপতিত্ব করেন নাচোল পৌরসভার সহকারী কর আদায়কারী ও নাচোল পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি শাহনেওয়াজ কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাচোল পৌরসভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবীব, হিসাবরক্ষক সোহেল রানা, ভারপ্রাপ্ত কর নির্ধারক মশিদুল আলম, পাম্পচালক জোহরুল ইসলাম রিপন, সার্ভেয়ার মোহাম্মদ আলী, এমএলএসএস মজিবুর রহমান আব্বাস ও জাফর ইকবাল প্রমুখ।
এ সময় বক্তারা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে রাষ্ট্রীয় কোষাগার হতে পেনশনসহ বেতন-ভাতা প্রদানের জোরালো দাবি জানান।
উল্লেখ্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন রাষ্ট্রীয় কোষাগার হতে পেনশনসহ বেতন-ভাতা পাবার দাবি তরান্বিত করার লক্ষ্যে দেশের সব পৌরসভায় একযোগে গত সোমবার অর্ধদিবস ও গতকাল সোমবার পূর্ণদিবস কর্মবিরতি এবং আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।
Home
chapainawabganj news
বিশেষ প্রতিবেদন
নাচোল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি পালন
বিজ্ঞাপন
src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347"
crossorigin="anonymous">