চাঁপাইনবাবগঞ্জে জাসদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে গতকাল বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার  বাতেন খাঁর মোড় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের পাদদেশে এক সমাবেশে মিলিত হয়। জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ রুনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু-শিরিন) কেন্দ্রীয় কমিটির সদস্য মুনিরুজ্জামান মনির, জাসদে নেতা খুল্লুর রহমান,  জাসদ সদর উপজেলার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম পিন্টু,  কর্ণেল তাহের সংসদের জেলা সম্পাদক আবু হেনা বাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ, নারী যুবজোটের আহ্বায়ক জেলা তৌহিদা খাতুন প্রমুখ। 
বক্তারা বলেন, এদেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদের স্থান নেই। বিএনপি নেত্রী খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করছে। তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে বানাতে ষড়যন্ত্রে লিপ্ত। তাই মুক্তিযুদ্ধ্রে চেতনায় উজ্জিবীত গণতান্ত্রিক পথে এগিয়ে যাওয়া সকল দলমতের মানুষের আজ সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। স্বাধীন দেশের ভাবমুর্তি রক্ষায়, গণতন্ত্র-শান্তি, সম্প্রীতি রক্ষায় এক কাতারে সামিল হতে হবে। 
এচাড়া, পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার জন্য সরকারের প্রতি দাবী জানান। 

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7