চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা, গত কয়েকদিন থেকেই ধীরে ধীরে কনকনে শীতের বার্তা দিচ্ছে প্রকৃতি। মঙ্গলবার সন্ধ্যার পর বয়ে যাওয়া হিমেল হাওয়ায় বাড়িয়েছে তীব্রতা। বুধবার সকালেও খানিকটা সময় কুয়াশার চাদরে ঢাকা থেকে চারদিক, সন্ধ্যার পর থেকে আবারো অনুভুত হয় শীত, শেষ রাতের দিকে শীতের তীব্রতা আরো বৃদ্ধি পাচ্ছে।
অন্যদিকে শীতকে উপভোগ করার অনেক উপলক্ষ্যই এখন মিলছে শহুরে জীবনে। চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন মোড়ে মোড়ে শীতের ভাপা পিঠার স্বাদ নিচ্ছেন অনেকেই। চাঁপাইনবাবগঞ্জ শহরের অকট্রয় মোড়, বিশ্বরোড, বড়ইন্দারা মোড়, অলটন মোড় (সবুজ সংঘ মোড়),উদয়ন মোড়,ঢাকা বাসস্ট্যান্ডসহ শহরের প্রায় সবখানেই একটু খোঁজ করলেই আপনি নিতে পারবেন ভাঁপা পিঠার স্বাদ।
অকট্রয় মোড়ের ভাপা পিঠা বিক্রেতা সাদেক আলী জানান, প্রতিবার শীতের সময় তিনি ভাপা পিঠা বিক্রির কাজ করেন, বছরের অন্যসময় ভিন্ন কাজ করলেও শীতের সময় ভাপা পিঠা বিক্রি করেই চলে তার সংসার। পিঠা বিক্রির সাথে সাথে তিনি ডিমও বিক্রি করেন বলে জানান। সবমিলিয়ে ভালোই আছি, আয় মন্দ নয় বলে যোগ করেন সাদেক আলী।
এদিকে শীতের তীব্রতা বাড়ায় বিক্রি বেড়েছে শীতের পোশাকের। বুধবার চাঁপাইনবাবগঞ্জ শহরের মার্কেকগুলোতে ক্রেতাদের আনাগোলা দেখা যায়। চাঁপাইনবাবগঞ্জ শহরের ক্লাব সুপার মার্কেটের নকশী কর্নারের মালিক সেলিম রেজা জানান, শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আমাদের বিক্রি কিছুটা হলেও বেড়েছে। তিনি জানান, সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে জ্যাকেট। একটু ভালো মানের জ্যাকেটের দাম ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা, একটু সাধারণ মানের গুলো ৮০০-৯০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। অন্যদিকে সুয়েটার ১২০০-১৫০০ টাকা ও তরুণদের পছন্দের জাম্বার ৭০০-৮০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। অভিজাত মার্কেট ছাড়াও রাস্তার পাশের ফুটপাত, রেলস্টেশন, কোর্ট বাগানসহ বিভিন্নস্থানে শীতের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রিতারা। সেখানেও ক্রেতাদের ভিড় দেখা গেছে।
অন্যদিকে শীতজনিত রোগে শিশুসহ অনেকেই আক্রান্ত হচ্ছেন, হাসপাতাল গুলোতে বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন জানান শীতের শুরুতে শিশুরা নিওমনিয়াসহ ঠা-াজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তিনি বলেন সবাইকে শীতের সময় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।