চাঁপাইনবাবগঞ্জে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক প্রদান করা হয়। রোববার সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন এর সভাপতিত্বে ৩৭জন দুঃস্থ মানুষের মাঝে ১ লাখ ১১ হাজার টাকার চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন অনুদান প্রদান করা হচ্ছে। যাতে করে তারা কর্মমুখী ও স্বাবলম্বী হতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ মোঃ নুরুল ইসলাম মিনহাজ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সোহরাব আলী, রানিহাটি ইউপি চেয়ারম্যান মো. মহসিন আলী, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম প্রমুখ।
বিজ্ঞাপন
src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347"
crossorigin="anonymous">