জঙ্গিদের আর সংগঠিত হওয়ার সুযোগ নেই < পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক (ভিডিও সহ)



পুলিশের অব্যাহত অভিযানের ফলে সারাদেশে জঙ্গিদের নেটওয়ার্ক তছনছ ও দুর্বল হয়েছে, ধরা পড়েছে শীর্ষ জঙ্গিরা। পুলিশের তৎপরতার কারণেই বর্তমানে জঙ্গিদের আর সংগঠিত হওয়ার সুযোগ নেই। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃহস্পতিবার সকাল ১০টায় নবনির্মিত শিবগঞ্জ থানা ভবনের উদ্বোধনের পর পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক সাংবাদিকদের এ কথা বলেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ গোলাম রাব্বানী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জিল্লার রহমান, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক এম খুরশিদ হোসেন, সাবেক সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোহাম্মদ এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান মঈনুদ্দিন মন্ডল, ময়মনসিংহ’র পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক মোঃ রুহুল আমীন প্রমুখ।
জরাজীর্ণ থানা ভবন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগরঞ্জর শিবগেঞ্জ ৬ কোটি  ৩৩ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট নতুন থানা ভবন নির্মাণ করে গণপূর্ত বিভাগ।
শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক প্রধান অতিথির বক্তব্য দেন।


About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7