শিবগঞ্জে মহিলা ডিগ্রি কলেজে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের নতুন অধ্যক্ষ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও শিবগঞ্জ আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারীবুল হক রাজিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, কলেজের বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনুর রশিদ ও উপাধ্যক্ষ মো. মোশাররফ হোসেনসহ কলেজের গভার্নিং বডির সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় এমপি গোলাম রাব্বানী বলেন, সততা ও নিষ্ঠার সাথে নতুন অধ্যক্ষ নুরুল ইসলামকে দায়িত্ব পালনসহ সকল শিক্ষক ও কর্মচারিদের নিয়ে এ প্রতিষ্ঠানটিকে একটি মডেল কলেজে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন। প্রসঙ্গত, কলেজের নতুন অধ্যক্ষ নুরুল ইসলাম ১৯৯৬ সালে প্রাণিবিদ্যার প্রভাষক হিসাবে শিবগঞ্জ মহিলা কলেজে যোগদান করেন। প্রাক্তন অধ্যক্ষ মো. এরফান আলী গত ২০১৬ সালের ৩০ জুন অবসরে যাবার পর প্রথমে অত্র কলেজের শিক্ষক মো. মামুনুর রশিদ পরে উপাধ্যক্ষ মো. মোশাররফ হোসেন এবং পরবর্তীতে আবারও মামুনুর রশিদ ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। বিদায়ী অধ্যক্ষ মামুনুর রশিদ জানান, আদালত থেকে অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত আদেশের কারণে অধ্যক্ষ নিয়োগে ১ বছর ১০ মাস বিলম্ব হয়েছে।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7