জাসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ (ভিডিও)

চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে নিজেদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। মঙ্গলবার বেলা ১১টায় শহরের বাতেন খাঁ মোড়ের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ রুনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মুনিরুজ্জামান মনির, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ আযহারুল ইসলাম পিন্টু, কর্নেল তাহের সংসদের জেলা সভাপতি আবু হেনা বাবলু, যুবজোটের জেলা সভাপতি তরিকুল ইসলাম, নারীজোটের নেত্রী তৌহিদা খাতুন কমলা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।
বক্তারা বলেন, এদেশকে জামায়াত-বিএনপি জঙ্গীবাদ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, যাতে তারা ষড়যন্ত্রের জাল বুনতে না পারে।  


About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7