চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ৭ দফা দাবিতে বুধবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
জেলা প্রশাসক মাহমুদুল হাসানাকে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাসমাশিস চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান, সহকারী শিক্ষক আজমাল হোসেন, নাসির উদ্দীন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জল হোসেন, আব্দুল হান্নান প্রমূখ।
৭ দফা দাবির মধ্যে রয়েছে ১৯৯৭, ১৯৯৯, ২০০১, ২০০২ ব্যাচের সহকারী শিক্ষকদের সপ্তম গ্রেডে বকেয়া, দ্বিতীয় টাইমস্কেল, ২০০৫ ও ২০০৬ ব্যাচের সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেডে বকেয়া প্রথম টাইমস্কেল এবং ২০০৯, ২০১০ ও ২০১১ ব্যাচের সহকারী শিক্ষকদের নবম গ্রেডের বকেয়া সিলেকশন গ্রেড প্রদান, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী জেলা শিক্ষা পদে ৫২০টি শূণ্য পদে পদোন্নতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদবীতে (প্রথম শ্রেণির গেজেটেড পদমর্যাদা) পদোন্নতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সহকারী শিক্ষকদের ২৫০০ টি শূণ্য পদের দ্রুত নিয়োগের ব্যবস্থা গ্রহণ, সহকারী শিক্ষক পদ থেকে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার পদে এবং সিনিয়র শিক্ষক পদ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়নের উদ্যোগ গ্রহণ করা।
Home
chapainawabganj
featured1
বিশেষ প্রতিবেদন
৭ দফা দাবিতে মাধ্যমিক শিক্ষকদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিজ্ঞাপন
src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347"
crossorigin="anonymous">