শুধু্ বড় শহরে নয়, গ্রামে গঞ্জে পৌচ্ছে যাবে ভ্রাম্যমান লাইব্রেরী

দেশব্যাপী ভ্রাম্যমান লাইব্রেরী চালুর উদ্যোগ নিয়েছে সরকার,গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এটি বাস্তবায়িত হবে। এরই ধারাবাকিতায়,  চাঁপাইনবাবগঞ্জে ভাম্যমান লাইব্রেরী কার্যক্রম চালুর বিভিন্ন দিক নিয়ে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আশীষ কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সচিবালয়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-প্রধান মোঃ আব্দুর রকিব।
শুরুতে ভ্রাম্যমান লাইব্রেরীর ধারনা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিশ্ব সাহিস্য কেন্দ্রের পরামর্শক কামাল হোসাইন।
চাঁপাইনবাবগঞ্জে ভাম্যমান লাইব্রেরী কার্যক্রম চালুর বিষয়ে সভায় বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম মনজুর রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, জেলা শিক্ষা অফিসার আব্দুল লতিব, শিশু সংগঠন ইসরাইল সেন্টু, শিক্ষক রোকসানা আহমেদ, গোলাম ফারুক মিথুন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি গণগ্রস্থাগাররের লাইব্রেরীয়ান মাসুদ রানা প্রমুখ।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7