চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ১৪ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রমামলায় মো. আঙ্গুর (৩৫) নামে একজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। স্পেশাল ট্রাইবুন্যাল- ২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান সোমবার দুপুরে এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আঙ্গুর জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আবু হেনার ছেলে।
সরকারি কৌশুলি (এপিপি) অ্যাডভোকেট আঞ্জুমান আরা জানান, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার মনাকষা মোড়ে নিয়মিত টহলের সময় আসামী আঙ্গুরের দেহ তল্লাশী করে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধারসহ আঙ্গুরকে গ্রেফতার করে শিবগঞ্জ থানা পুলিশ। ওইদিনই এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সবুর খান একই বছরের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
শুনানী শেষে আসামীর উপস্থিতিতে সোমবার চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইবুন্যাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান আঙ্গুরকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

About chapainews

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7