পানি সংকট, কলস নিয়ে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সরবরাহ করা পানি না পেয়ে কলস নিয়ে বিক্ষোভ করছে শহরের মসজিদ পাড়ার বাসিন্দারা। সোমবার দুপুরে কলস, বোতল, জার নিয়ে শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল সহকারে পৌরসভায় সামনে এসে জড়ো হয়। এসময় তারা পানি সংকট তুলে ধওে স্লোগান দেয়। পরে মসজিদ পাড়া এলাকায় পৌরকতৃপক্ষের নতুন গভিরনলকুপ স্থাপনের আশ্বাসে ভুক্তভোগী নাগরিকরা ফিরে যান। 



মসজিদ পাড়া এলাকায় বাসিন্দারা অভিযোগ করেন, কিছুদিন থেকে একরকম তারা পৌরসভার সরবরাহ করা পানি পাচ্ছেন না। এতে করে তাদের রান্নাসহ দৈনন্দিন কাজে নানা সংকটে পড়তে হচ্ছে। পৌর কাউন্সিলরকে একাধিকবার বলেও কোন সুরাহা না হওয়ায়, বাধ্য হয়েই বিক্ষোভ করে পৌরসভায় এসেছেন। 


এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জিয়াউর রহমান আরমান জানান, গত কয়েকদিন লোডসেডিং এর কারনে পানির উত্তোলনের গভিরনলকুপ গুলো চালাতে গিয়ে একটু ব্যাঘাত ঘটেছে, এছাড়াও পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানির উত্তোলন হচ্ছে কম। এ সব কারনে পানি সরবরাহে কিছু কিছু এলাকায় সমস্যা হচ্ছে। মসজিদপাড়া এলাকার বাসিন্দাদের সমস্যা সামাধানে ওই এলাকায় নতুন একটি গভির নলকুল স্থাপনের উদ্যোগ নেয়া হবে দ্রুতই। 


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ জানান, পৌরসভার ২০ হাজার ৬০০ গ্রাহককে ২৭ টি গভির নলকুপ ও একটি ওয়ার্টার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। আমরা গ্রহকদের পানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমাদের খরচের খাতের প্রথমেই বিদ্যুৎ বিলকে রেখেছি। এখন প্রিপেইড মিটার হওয়ায়, আমাদের সবসময়ই সতর্ক থাকি। আমাদের গ্রহকদের কাছে কোটি টাকার উপরে বকেয়া পানির বিল পড়ে আছে। নিয়মিত যদি গ্রহকরা পানির বিল পরিশোধ করে, তাহলে আমাদের উপর কিছুটা চাপ করে।

 

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7