চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পোল্লাডাঙ্গা গ্রামের বাসিন্দা অধ্যাপক শামসুল হুদা ৬০ এর দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ছিলেন। ওই সময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদ, রাকসু’র উপ সহ-সভাপাতি নির্বাচিত হন। পরে যুব রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সভাপতি হন। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বিতীয় বিপ্লব কর্মসুচির অংশ হিসেবে বাকশাল গঠন করলে তাঁকে চাঁপাইনবাবগঞ্জ জেলা বাকশালের যুগ্ম সম্পাদক করা হয়। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকসহ মৃত্যুর আগ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষকতার পেশা ছেড়ে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকতায় যুক্ত হন। স্বাধীনতা পরবর্তী সময়ে ডেইলি মর্নিং নিউজ পত্রিকার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। তিন মেয়াদে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাদেশ বেতারের চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা হিসেবে কাজ করেন।
প্রয়াত অধ্যাপক শামসুল হুদা তাঁর নিজ গ্রামে ১৯৬৬ সালে পোল্লাডাঙ্গা সমাজ সেবক সংঘ প্রতিষ্ঠা করেন। তিনি শাহনেয়ামতুল্লাহ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্যসহ বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
মরহুম অধ্যাপক জিকেএম শামসুল হুদা’র মৃত্যুবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা আজ পারিবাকিভাবে কোরআন খানী, দোয়া খায়েরের আয়োজন করা হয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment