চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে ছুরিকাঘাতে কৃষি খামার মালিক আসগার আলী জুয়েল হত্যার ঘটনায় পুলিশ দুজনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের পলাশবাড়ি এলাকার গিয়ার উদ্দিনের ছেলেন লালচান (৩০) ও একই ইউনিয়নের চাকলা গ্রামের আব্দুস সামাদের ছেলে রুবেল আলী (২৬)। তাদের সোমবার দুুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, গত ৫ অক্টোবর ভোরে গোমস্তাপুরের বেলাল বাজার আরগাড়া সড়কে কেচ্ছাগাড়ী এলাকায় ছুরিকাঘাতে নিহত হন, কৃষি খামার মালিক আসগার আলী জুয়েল। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলামের দায়ের করা দস্যুতা ও হত্যা মামলায় লালচান ও রুবেলকে গ্রেফতার করেছে। ঢাকা আশুলিয়া এলাকা থেকে তাদের রবিবার সকালে গ্রেফতার করা হয়। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment