চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে আসগার আলী জুয়েল (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত জুয়েল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুমানিনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় জুয়েলের সাথে থাকা তার ব্যবসায়িক সহযোগী একই এলাকার নজরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেনও (৩২) আহত হন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ ও গোমস্তাপুর থানার সীমান্তবর্তী বেলার বাজার আড়গাড়া সড়কের কেচ্ছাগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোমস্তাপুরের বেলাল বাজার আরগাড়া সড়কে কেচ্ছাগাড়ী এলাকার কয়েকজন জুয়েল ও সাদ্দামের মোটর সাইকেলের গতিরোধ করে হামলা চালায়। এসময় ছুরিকাঘাতে জুয়েল গুরুতর আহত হয়, সাদ্দামকেও আঘাত করে, তবে সে পালিয়ে প্রাণে বেঁচে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত জুয়েলকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই মারা যায়।
নিহত জুয়েলের বাবা, রফিকুল ইসলাম জানান, জুয়েল দীর্ঘ প্রায় ১২ বছর বিদেশে থেকে এবছরই রোজায় বাড়িতে আসে। ঈদের পর ছেলের বিয়েও দেন। এরপর আর ছেলেকে বিদেশে যেতে দেননি।
জুয়েল বিদেশে থাকা অবস্থায় তার পরামর্শে নাচোল উপজেলাতে প্রায় ২০ বিঘা জমি লিজ নিয়ে আম ও পিয়ারার বাগান তৈরী করেছিলেন। এবছর দেশে এসে আরো ২০ বিঘা জমি লিজ নিয়ে আমের বাগান করেছিলো। ওই বাগানই দেখাশুনা করতাম আমরা বাবা ছেলে মিলে। কোন কোন দিন রাতে বাগানেই থাকত জুয়েল, মাঝে মধ্যে বাড়িতে আসত।
রফিকুল ইসলাম জানান,আজ ফজরের আযানের পর, বাগানের ভাগিদার সাদ্দামকে লিয়া নাচোলে বাগানে যাচ্ছিল। পেয়ারা প্যাড়া পাইকারের কাছে বিক্রি করত। যাতে ল্যাগা এ ঘটনা ঘটা গ্যাছে। তখন ফরচা হয্যা (সকাল হয়েছিলো) গেছিলো তারপরও কি কারনে হল আর কারা করল এটা কহিতে পারবনা, তবে ওই রাস্তায় ডাকাতি হয় শুনাছি, এখন ডাকাতরায় এটা করাছি বলা ধর্যা লিছি।
অতিরিক্ত পুলিশ সুপার(গোমস্তাপুর সার্কেল) শামছুল আজম, পুলিশ ঘটনার তদন্ত করছে জানিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। জানান কি করনে এ ঘটনা ঘটেছে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করছি, এ নিয়ে কাজ শুরু করেছি। পরে বিস্তারিত জানাব।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment