জন্মাষ্টমী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। এ সময় জেলা প্রশাসক ভোলাহাট উপজেলায় শ্মশান না থাকার বিষযটি জানতে পেরে তাৎক্ষণিক ভাবে উপজেলা প্রশাসনকে ভূমি নির্ধারন করে উদ্যোগ গ্রহনের নির্দেশনা দেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক কনক রঞ্জন দাস, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের সভাপতি শ্যাম কিশোর দাস গোস্বামী,হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ রায়, জেলা পুজা উদর্যাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি,সাংবাদিক কামাল সুকরানা।
শেষে জেলার বিভিন্ন মন্দিরের অনুকুলে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment