শিবগঞ্জের ১৩টি ইউপি নির্বাচনে বিজয় হলেন যাঁরা

শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার সকালে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে উপজেলার শাহবাজপুর ইউনিয়নে নৌকা প্রতীকে ১৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. নিজামুল হক রানা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক তোজাম্মেল হক আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৯ হাজার ৪৯২ ভোট। 
 
 
শ্যামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ১২ হাজার ২৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৯হাজার ৩২৭ ভোট।


ধাইনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ চশমা প্রতীকে ৮ হাজার ৮৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে আসগার মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৭ হাজার ৬৫২ ভোট।

চককীর্ত্তি ইউনিয়নে আনোয়ার হাসান নৌকা প্রতীকে ১০ হাজার ৭৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদুজ্জামান অটোরিক্সা প্রতীকে ভোট পেয়েছেন ৭ হাজার ৬২৭ ভোট।

দাইপুখুরিয়া ইউনিয়নে আলমগীর রেজা নৌকা প্রতীকে ৮ হাজার ৪৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৭ হাজার ৫৯৭ ভোট।
মোবারকপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক হায়দারী আনারস প্রতীকে ১০হাজার ৩১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৯ হাজার ২৮৭ ভোট।

বিনোদপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রহুল আমিন মোটরসাইকেল প্রতীকে ৯ হাজার ৭৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খাইরুল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৭ হাজার ৬২৫ ভোট।
উজিরপুর ইউনিয়নে দুরুল হোদা নৌকা প্রতীকে ৪ হাজার ৩৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়েজ উদ্দিন ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৩৭ ভোট।

পাঁকা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক চশমা প্রতীকে ৬ হাজার ৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জালাল উদ্দিন মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৩হাজার ৫৯৪ ভোট।

ঘোড়াপাখিয়া ইউনিয়নে মামুন অর রশিদ নৌকা প্রতীকে ১০ হাজার ১১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আখতার বারি আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৩৭৪ভোট।
ছত্রাজিতপুর ইউনিয়নে গোলাম রাব্বানী নৌকা প্রতীকে ৬ হাজার ৯৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তফিকুল ইসলাম আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৭৯৩ ভোট।

 

 

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7