চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচন ।। ইভিএমে ভোট দেওয়ার অনুশীলন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার। এ পৌরসভায় প্রথম বারের মত ইভিএমে ভোট দিবেন ভোটাররা। ইভিএমের র‌্যাপারে ভোটাদের পরিচিতি ঘটাতে রবিবার অনুশীলনমূলক ভোটের (মক ভোট) আয়োজন ছিলো সব কেন্দ্রে।

সকাল ১০টার পর শুরু হয় মক ভোটিং। চাঁপাইনবাবগঞ্জ শহরের তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলীনগর উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রথম ঘন্টায় অল্প কয়েকজন ভোটার ভোট দিতে এসেছিলেন। তাদের ভোট গ্রহন প্রক্রিয়া


বুঝিয়ে দেন নির্বাচন কর্মকর্তারা।
তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মক ভোট দিয়ে বের হয়ে, কাজি নওফেল আনোয়ার নামে এক ভোটার বলেন, তিনি সহজেই ভোট দিতে পেরেছেন। কোনদিন ইভিএমের মাধ্যমে ভোট দেয়া হয়নি, তবে মকভোটিং এ দেখলাম বিষয়টা খুবই সহজ। আমার আঙ্গুলের ছাপই আমাকে চিনি নিলো, কোন ধরনের জটিলতা নেই, এটা ভালো সিস্টেম।
ওই কেন্দ্রের দ্বায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা মাসুদ রানা বলেন, ইভিএমের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া ভোটারদের বোঝাতেই মক ভোটিং এর আয়োজন করা হয়েছে।
অন্যদিকে আলিনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়েও মক ভোটিং এ খুব বেশি ভোটারদের উৎসাহ দেখতে পাওয়া যায়নি। সেখানেও খুব বেশি ভোটার আসেননি।
ইভিএমে ভোট দেওয়ার অনুশীলনে অংশ নেওয়া আলীনগর মুন্সিপাড়ার আব্দুস সবুর ও আলীনগরের ইমাম হোসেন ইভিএমে ভোট দেওয়ার প্রক্রিয়াকে সহজ বলে মত দেন। তাদের ভাষ্য ভালই লাগল প্রক্রিয়াটা।
আলীনগর কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সাদরুজ্জামান বলেন,ইভিএমের মাধ্যমে যাতে ভোট দিতে ভোটারদের কোন ধরনের সমস্যা না হয়,সেই বিষয়েই ধারনা দিতে মক ভোটিং এর আয়োজন। আমরা ভোটারদের সবধরনের প্রশ্নের উত্তর দিচ্ছি, তাদেরকে ভোটদানের পুরো প্রক্রিয়াটা বুঝিয়ে দিচ্ছি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মোট ৭২টি কেন্দ্রে ভোট গ্রহনের প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটগ্রহনে প্রিজাইডিং, সরকারি প্রিজাইডিং ও পুলিং অফিসার সব মিলিয়ে ১৫৫৪ জন দ্বায়িত্বপালণ করবেন। ইভিএমের মাধ্যমে ভোট হওয়ায়, ইভিএমে ভোট দেওয়ার প্রক্রিয়া ভোটারদের বোঝানোর জন্য মক ভোটিং এর আয়োজনও করা হয়েছে।

 

 


 

 

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7