আওয়ামীলীগের সমর্থন পেতে কেন্দ্রীয় নেতাদের নজরে আসতে এসব চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীরা ব্যানার ফেস্টুন, মোটারসাইকেল শোভাযাত্রা সহ বিভিন্ন ভাবে নিজদের কর্মীদের নিয়ে সম্মেলন স্থলে হাজির হন।
মহারাজপুর থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে সম্মেলন স্থলে যোগ দেন, তরুন নেতা নাহিদ ইসলাম রাজন।
অন্যদিকে শহরের কোর্ট এলাকায় দেখা যায় চরবাগডাঙ্গা এলাকা থেকে আসা মোটরসাইকেলের বহর। তারা জানান সম্মেলনকে ঘিরে তাদের নিয়ে এসেছেন টিপু চেয়ারম্যান।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনের কাউন্সিলর ও মেয়ার প্রার্থীদের সমর্থকরাও সম্মেলনে ছিলেন সরব। তারা সবাই চেষ্টা করেছেন কেন্দ্রীয় নেতাদের নজর কাড়তে।
বুধবার সারাদিন নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবকলীগের প্রথম সম্মেলন শান্তিপূর্ন ভাবেই শেষ হয়েছে।
বুধবার দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইফতেখারুল ইসলাম সুজনের সভাপতিত্বে¡ সম্মেলনে আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। পরে বিকালে চাঁপাইনবাবগঞ্জ টাউনক্লাব মিলনায়তনে নতুন কমিটি গঠনে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment