বজ্রপাতে নিহদের জন্য শুক্রবার জুম্মার নামাজের পর দোয়া করা হয়েছে মসজিদে। এখনো নারায়নপুরে শোকাবহ পরিবেশ। নিহতদের বাড়িতে স্বজনদের কান্না যেন থামছেই না। পাড়া প্রতিবেশীসহ অনেকেই আসছেন তাদের শান্তনা দিতে।
এদিকে বজ্রপাতে নিহতের কবর গুলোতে ইটের প্রাচির ও উপরে কংক্রিটের ঢালাই দেয়া হয়েছে। গ্রামবাসী গতকাল ও আজ সবগুলো কবরে প্রচীর নির্মান ও ঢালাই এর কাজ করেন। বজ্রপাতে নিহতদের লাশ চুরি হয়ে যায়,এমন প্রচলিত ধারনা থেকেই কবর গুলোকে ইটের প্রাচির ও কংক্রিটের ঢালাই দিয়ে সংরক্ষনের উদ্যোগ নেন এলাকাবাসী।
নারায়নপুরের বাসিন্দা সাদ্দাম হোসেন জানান, বৃহস্পতিবার বিকালে ও শুকবার দুপুরের মধ্যেই সবগুলো কবব বাধাই এর কাজ এলাকাবাসী শেষ করেছে।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment