মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া সাগর আলীকে ৬০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থী সাগর আলী এ বছর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এমন খবরেরও সাগর আলীর পরিবারে ছিলো না আনন্দ। ছেলের ভর্তিসহ আগামীতে পড়া লেখার খরচ নিয়ে চিন্তায় ছিলেন সাগরের পরিবার।
তবে সাগরের পাশে দাঁড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকা। তার ভর্তি, বই কেনাসহ প্রাথমিক প্রয়োজন মেটাতে তাকে ৬০ হাজার টাকা দিয়েছে সংগঠনটি। সেই সাথে তার পড়ালেখা চালিয়ে নিতে আগামীতেও পাশে থাকবে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকা।
সোমবার রানিহাটি পাঠাগারে এক অনুষ্ঠানের মাধ্যমে সাগরের হাতে শিক্ষাবৃত্তির ৬০ হাজার টাকা তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকার প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন। এ সময় তিনি বলেন, তুমি তোমার পড়ালেখার খরচ নিয়ে চিন্তা করবে না, শুধু ঠিকমত পড়ালেখা করবে, যাতে আগামীতে তুমিও এলাকার মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রানিহাটি পাঠাড়ারের সেক্রেটারি অধ্যাপক একরামুক হক, সাংবাদিক জালাল উদ্দিন সহ অনান্যরা।

 

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About nahid

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7