করোনা, স্বামীর মৃত্যুর ৫দিন পর স্ত্রীও মারা গেলেন


চাঁপাইনবাবগঞ্জ জেলা ধান, চাউল মিল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক করোনায় মারা যাওয়ার ৫ দিনের মাথায় তার স্ত্রী শমীম আরা হকও করোনার কাছেই হেরে গেলেন। মিসেস হক মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার গ্রীন লাইফ নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে গত এক সপ্তাহ থেকেই আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। মোজাম্মেল হকের ভাই এরফান আলী, এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে করোনায় আক্রান্ত হওয়ার পর রাজধানী ঢাকার বারঢেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ এপ্রিল বৃহস্পতিবার সকালে মারা যান ব্যবসায়ী মোজাম্মেল হক।
অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তির পর সোমবার মারা যান, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের বাসিন্দা জিল্লুর রহমান। অন্যদিকে উপসর্গ নিয়ে ভর্তির পর রাজশাহী পাঠানো হলে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইজপুর বটতলা হাটের মতিউর রহমানের স্ত্রী রোকেয়া বেগম রাজশাহীতেই মারা যান।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, মোজাম্মেল হক ও তার স্ত্রী করোনায় মারা গেছেন, অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদরে একজন ও শিবগঞ্জ উপজেলায় একজন মারা গেছেন। দুইজনই করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন।

 

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7