গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে সমিতির উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সভাপতি নাজমুল হুদা খাঁন রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র তারিক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, সমাজসেবক এনায়েত করিম তোকি, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবু, সহ-সভাপতি সাজ্জাদ আলী, সমিতির সদস্যবৃন্দ ও ব্যবসায়ীগণ। উদ্বোধনী অনুষ্ঠানে সকল ব্যবসায়ীকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ডাস্টবিন রেখে সেখানে ময়লা ফেলার আহ্বান জানানো হয় এবং রহনপুরসহ সমগ্র উপজেলাবাসীকে পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়। এছাড়া সবাইকে বর্তমান করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নিয়মিত মাক্স ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment