চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে সামজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত নিরাপত্তা কর্মসূচী’র আওতায় বয়স্ক,বিধবা ও স্বামী নিগৃহীতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের ভাতা ভোগীদের মাঝে ভাতা-বহি বিতরণ করা হয়েছে। ইউনিয়নে ৫৩ জন বয়স্ক,৬৫ জন বিধবা ও ১৩৮ জন প্রতিবন্ধীসহ ২৫৬ জন ভাতাভোগীর মাঝে বই বিতরণ করা হয়। রবিবার সকালে ইউপি কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান শাহিদ রানা টিপু, উপসহকারী কৃষি কর্মকর্তা আহমেদ আবু আল আমিন, ইউনিয়ন সমাজকর্মী গোলাম মোস্তফা, প্যানেল চেয়ারম্যান হুসেন আলী ও শাহীন আখতার সহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ভাতা-বহি ও পরিচ্ছন্নতা সরঞ্জাম বিতরণ
August 23, 2020
chapainawabganj
,
chapainawabganj news
,
Feature 1
,
featured1
,
Slider
,
আজকে সারাদিনে
Edit
0 Comments:
Post a Comment