চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে গত রোববার সন্ধ্যায় বিএসএফের গুলিতে মো.সুমন (২৩) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় বুধবার দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শিবগঞ্জের মাসুদপুর-মনাকষা সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে বিজিবির পক্ষ থেকে এ হত্যাকান্ডের জন্য বিএসএফকে দায়ী করে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩, বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো.সুরুজ মিয়া।
তিনি জানান,বিএসএফের পক্ষ থেকে এ হত্যাকান্ডের বিষয়টি স্বীকার করা হয়নি। তবে ঘটনাটি তদন্ত করে জানানো হবে বলে বিএসএফ জানিয়েছে। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লে.কর্ণেল সুরুজ মিয়া ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৭৮, বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার বিজয় কুমার সিং।
0 Comments:
Post a Comment