চাঁপাইনবাবগঞ্জের নাচোলের নেজাপুরে ডোবার পানিতে ডুবে আঁখি নামে দেড় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সকালে নেজাপুর রেলপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।
শিশুটির বাবা, লিটন আলী জানান, বাড়ির পাশে প্রতিদিনের মত খেলছিল তার কন্যা, ট্যাপকলের পানি রাখার জন্য থাকা ডোবাতে খেলার ছলে কখনযে পড়ে গেছিল, কেউই টের পায়নি। পরে খুজে ডোবার পানি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
শিশুটির বাবা, লিটন আলী জানান, বাড়ির পাশে প্রতিদিনের মত খেলছিল তার কন্যা, ট্যাপকলের পানি রাখার জন্য থাকা ডোবাতে খেলার ছলে কখনযে পড়ে গেছিল, কেউই টের পায়নি। পরে খুজে ডোবার পানি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
আমাদের ইউটিউব চ্যালেন সাবস্কাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment