জমিজমা ভোগদখল করতেই শ্বাশুড়ীকে হত্যা


চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে রোকেয়া বেগম হত্যার রহস্যউদঘাটনের কথা জানিয়েছেন পুলিশ। রোকেয়া বেগমের জমি ভোগদখল করতেই তাকে হত্যার পরিকল্পনা করে তার মেয়ের জামাইরা। হত্যাকান্ডের সাথে জড়িত রোকেয়ার সৎ মেয়ে জামাই সেকান্দার আলীর আদালতে দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী উল্লেখ করে এ হত্যাকান্ডের তদন্ত বিষয়ে প্রেস ব্রিফিং করে পুলিশ সুপার এ এইচএম আব্দুর রাকিব। বুধবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জানান মূলত জমিজমা ভোগদখলের লোভ থেকেই তার ৪ জামাই মিলে এ হত্যাকান্ডের পরিকল্পনা করেছিল। কিলিং মিশনে ভাড়াটে খুনিদের সাথে অংশ নেন সৎ মেয়ে জামাই সেকান্দার আলী নিজেও।
মহারাজপুর ইউনিয়নের পূর্বটিকরা গ্রামের নিজ বাড়িতে খুন হন রোকেয়া বেগম। গত ১৩ জুন সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রোকেয়া বেগমের সৎ মেয়ে জামাই সেকান্দার আলীকে আটক করে পুলিশ। এরপর জিজ্ঞসাবাদে সে হত্যাকান্ডের বিষয়ে নিজের সংপৃক্ততা ও  হত্যাকান্ডের মটিভ সম্পর্কে জানায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডের সাথে জড়িত ভাড়টে কিলার বড়সাহেব ও বারোতেরো নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার সাথে অন্য জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
পুলিশ সুপার এ এইচএম আব্দুর রাকিব আরো জানান, ঠিক একবছর পূর্বে সেকান্দার আলীই তার শ্বশুর সুকুদ্দীকে গলায় রশি পেচিয়ে হত্যাকরে আতœহত্যা বলে চালিয়ে দিয়েছিল।




আমাদের ইউটিউব চ্যালেন সাবস্কাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7