"চৈতন্যপুর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফোরাম (CSDF)" কর্তৃক ইদ উপহার বিতরণ

চৈতন্যপুর নং ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন সংস্থা কর্তৃক ৫ম বারের মতো ২০০ দুস্থ পরিবারের মাঝে ইদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয় "চৈতন্যপুর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফোরাম (CSDF)" অর্থাৎ "চৈতন্যপুর টেকসই উন্নয়ন সংস্থা" মূলত গ্রামের উন্নয়নমূলক কাজের জন্য স্থায়ীভাবে গঠিত হয়
উক্ত অরাজনৈতিক সংগঠনটি অসহায়দের সহায়তা প্রদান, গরীব মেধাবী শিক্ষার্থীদের উদ্দীপনা পুরস্কার, ইদ উপহার বিতরণ, বিধবা-প্রতিবন্ধীদের পুনর্বাসন, মেডিকেল ক্যাম্প স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করছে উক্ত স্বেচ্ছাসেবী সংগঠনটি এলাকার স্বাবলম্বী ব্যক্তিদের আর্থিক সহায়তায় এবং শিক্ষিত যুবসমাজের সার্বিক অর্থনৈতিক প্রচেষ্টায় পরিচালিত হয় এরই ধারাবাহিকতায় ৫ম বারের মতো দুস্থদের মাঝে ইদ উপহার হিসেবে চিনি, লাচ্ছাসেমাই, নুডুলস, পাপড় এবং বুন্দিয়া বিতরণ করা হয় সংগঠনের সভাপতি শাহরিয়ার আলম (বশির) চাঁপাইবার্তাকে জানান -- " আমরা করোনা পরিস্থিতি ইদ উপহার গ্রহীতাদের সম্মানের কথা বিবেচনা করে উপহার সামগ্রীগুলো প্রতিনিধিদের মাধ্যমে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করি কিছু সংখ্যক মানুষ সংগঠনের সাথে সরাসরি যোগাযোগ করলে তাদেরকেও ইদ উপহার দেওয়া হয়" তিনি আরও জানান-- "সম্প্রতি আমরা মানসিকভাবে প্রতিবন্ধী অসহায় মোঃ আত্তাব আলীর পুনর্বাসনের ব্যবস্থা করেছি এবং অসহায়দের আর্থিকভাবে সহায়তা করেছি" যারা স্বেচ্ছায় তাদের এই কর্মসূচিতে আর্থিক সহায়তা কিংবা সুপরামর্শ দিয়ে সহায়তা করেছেন, CSDF তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সমাজ উন্নয়ন সচেতনতামূলক কাজ অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন চৈতন্যপুর গ্রামের শিক্ষিত এবং সচেতন যুবসমাজই সংগঠনের সদস্য হিসেবে কাজ করেন সংগঠনের কিছুসংখ্যক প্রতিনিধি নতুন চাকুরীজীবী এবং কিছুসংখ্যক প্রতিনিধি এখনও শিক্ষার্থী সংগঠনের প্রতিনিধিরা উল্লেখ করেন -- "স্বচ্ছলদের সর্বোচ্চ সহায়তা পেলে তারা তাদের কর্মকাণ্ডের পরিসর বিস্তার করতে পারবেন এবং দ্রুততার সাথে সকল কর্মকাণ্ড সম্পন্ন করতে পারবেন" এই জন্য CSDF অর্থনৈতিকভাবে স্বচ্ছল, সমাজের শিক্ষিত ব্যক্তিদের যুবকদের সার্বিক সাহায্য সহযোগিতা প্রার্থনা করেন



ইউটিউব চ্যালেন সাবস্কাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7