করোনাকালে সবকিছুই থমকে গেছে, কর্মহীন মানুষ। এ সংকটের সময় ঘরে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন গোমস্তাপুর বাজার পাড়া যুব সমাজ। সংগঠনটির সদস্যরা শুক্রবার ১০০ পরিবারের কাছে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে।
সংগঠনটির কর্মী বখতিয়ার খলজি রুমন ও শুভ কুমার শাহা জানান, গত ১০ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে শুরু হয় আমাদের পথ চলা। এর সপ্তাহখানেকের মাথায় আজ ১০০ পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পেরেছি আমরা। আর এ কাজে আমাদের সহযোগিতা করেছেন স্থানীয় স্বচ্ছল ব্যাক্তিরা।
আমারা বেশ কয়েকটা দলে ভাগ হয়ে স্বাস্থ্যবিধি অনুসরন করে জনসমাগম এড়াতে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। এসময় আমাদের স্বেচ্ছাসেবকরা সবাইকে ঘরে থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা, আর জরুরী প্রয়োজনে বাইরে বের হলেও সামাজিক দূরত্ব নিশ্চিত করার অনুরোধ জানান।
গোমস্তাপুর বাজার পাড়া যুব সমাজের এ কর্মসূচীতে অংশ নেন খাদিমুল ইসলাম, শুভ কুমার সাহা, বখতিয়ার খলজি রুমন, ফজলে রাব্বী , বিপুল সরকার, কাজল পাল, চিন্ময় পাল, সন্তু কুমার সাহা, রুদ্র দত্ত, জিবন, বিধান, ইশাহাক, অন্তত সরকার, সুইটসহ স্থানীয় তরুনরা।
আমারা বেশ কয়েকটা দলে ভাগ হয়ে স্বাস্থ্যবিধি অনুসরন করে জনসমাগম এড়াতে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। এসময় আমাদের স্বেচ্ছাসেবকরা সবাইকে ঘরে থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা, আর জরুরী প্রয়োজনে বাইরে বের হলেও সামাজিক দূরত্ব নিশ্চিত করার অনুরোধ জানান।
গোমস্তাপুর বাজার পাড়া যুব সমাজের এ কর্মসূচীতে অংশ নেন খাদিমুল ইসলাম, শুভ কুমার সাহা, বখতিয়ার খলজি রুমন, ফজলে রাব্বী , বিপুল সরকার, কাজল পাল, চিন্ময় পাল, সন্তু কুমার সাহা, রুদ্র দত্ত, জিবন, বিধান, ইশাহাক, অন্তত সরকার, সুইটসহ স্থানীয় তরুনরা।
আমাদের ইউটিউব চ্যালেন সাবস্কাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।