চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। রবিবার সকালে জেলা আইনজীবী সমিতির সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরেরর বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি আবারো একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন।
শেষে সমগ্র মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির জন্য শান্তি কামনায় মোনাজাত করা হয়এ
এদিকে চাঁপাইনবাবগঞ্জের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও রবিবার দুপুরে
সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই-মহেশপুর দিঘী সংলগ্ন তাহ্সীনুল কোরআন
দারুল হেফজ্ মাদরাসায় আলোচনা সভা ও মিদাল মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ’র সভাপতি ও বাংলাদেশ
মেডিকেল এ্যাসোসিয়েশন-বিএমএ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক,
আওয়ামীলীগ নেতা ডা. গোলাম রাব্বানী।
সাবেক ইউপি সদস্য আবুল কাসেম, গোবরাতলা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মো. আশজাদুর রহমান মান্নু, ইয়ামিন আলী, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহসীন রেজা বাবু।
এছাড়াও ক্বেরাত প্রতিযোগিতায়
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় বিচারকের
দায়িত্ব পালন করেন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মো. আবু
সাইদ, চাঁপাইনবাবগঞ্জ আল-কোরআন ইন্সটিটিউটের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা
সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেসামিয়া মাদরাসার সহকারী শিক্ষক হাবিবে
রাব্বানী।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।