শিবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোবপুকুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আলামিন খন্দকার (২৫) নামে এক যুবকে আটক করেছে র‌্যাব। আটক আলামিন পাবনা জেলার ইশ্বরদী থানার আথাইল শিমুল গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে। বুধবার সকালে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ধোবপুকুরস্থ মেসার্স রাকিব এন্ড ব্রাদার্স ফিলিং ষ্টেশনের সামনে কয়েকজনের গতিবিধি সন্দেহ জনক হলে র‌্যাব সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় আলামিন খন্দকারকে একটি কালো ব্যাগসহ আটক করলে ব্যাগে ৭টি বিদেশী পিস্তল, ৫টি ওয়ান শুটার গান, ১৩টি ম্যাগজিন ও ৪০ রাউন্ড গুলি পাওয়া যায়।
র‌্যাব জানিয়েছে, জিজ্ঞাসাবাদে আটককৃত আলামিন দীর্ঘদিন থেকে অস্ত্রের ব্যবসা করে আসছিলো বলে জানিয়েছে।






কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7