রাষ্ট্রের সকল স্তরে দূনীতি বিরোধী অভিযান ও সুশাসনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে গন মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। সমাবেশ ও গনমিছিল থেকে রাষ্ট্রের সকল স্তরে সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবি তুলে ধরে জাসদের নেতাকর্মীরা।
বুধবার বেলা ১১টায় নিমতলা মোড়ের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাসদের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের সহসভাপতি আব্দুল হামিদ রুনু, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।