চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের ৫দিন পর রেজাউল ইসলাম (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রেজাউল শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
শনিবার সন্ধ্যার দিকে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালী তলা বিলের পাশে আখ ক্ষেত থেকে উদ্ধার করে।
শনিবার সন্ধ্যার দিকে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালী তলা বিলের পাশে আখ ক্ষেত থেকে উদ্ধার করে।
রেজাউলের পিতা মজিবুর রহমান জানান, গত ২৩ সেপ্টম্বর বিকালে রিক্সা নিয়ে বের হয়েছিলো, এরপর আর বাড়ি ফিরে আসেনি, অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পায়নি। পিঠালিতলা এলাকায় লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন খবর দেয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।