
বর্তমানে জেলা শিল্পকলা একাডেমিতে কন্ঠ সংগীত, নৃত্য, যন্ত্র সংগীত, নাট্যকলা ও চারুকলা চর্চার সুযোগ রয়েছে। এ সব বিষয়ে পাঠ নিচ্ছেন প্রায় ১৪০ জন শিক্ষার্থী।
জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল জানান, শিল্পী. সাহিত্যিক, কবি ,মুক্তমনা সবাই নিয়মিত আসেন শিল্পকলা একাডেমিতে। নিয়মিত আমাদের নানা আয়োজনে তারা অংশ নেন, আড্ডা দেন, নতুনরা প্রবীনদের পেয়ে সমৃদ্ধ হন। আগামীতে আমরা আরো বেশ কিছু আয়োজন করতে যাচ্ছি, যাতে সাধারন মানুষকে আরো বেশি সম্পৃক্ত করা যায়।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেন, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনটি আধুনিকায়ন করার সুযোগ আছে, এটি শীতাতপ নিয়ন্ত্রীত করা সহ পুরো অবকাঠামো আধুনিকায়নের আগ্রহী আমরা,মন্ত্রনালয়ে এ বিষয়ে একটি প্রকল্প পাঠানো হয়েছে, দ্রুতই এটির বিষয়ে একটা সুখবর দিতে পারব।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।