পটকা না ফুটানোয় ধন্যবাদ


ঈদের রাতে পটকা ফুটানোর কারণে অনেকের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে। এই নিয়ে ধর্মীয় অুনশাসন মেনে পটকা না ফুটানোর জন্য একাধিকবার ঈদের নামাজের বয়াতে ইমামরা তুলে ধরেছেন। তবে স্বরুপনগর-উপরাজারামপুর এলাকায় কয়েক বারের চেষ্টায় এবার পটনা না ফুটানোর জন্য সচেতনা সৃষ্টি হয়েছে খানিকটা। এবার এসব এলাকায় ঈদের রাত, কিংবা সকালে কোন ধরনের পটকা ফুটানোর আওয়াজ কানে আসেনি কারো।

বিষয়টি তুলে ধরে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সাবেক চেয়ারম্যান ও ঈদগাঁহ কমিটির সভাপতি আলহাজ্ব রুহুল আমিন পটকা না ফুটানোয় ধন্যবাদ জানিয়েছেন। ঈদগাঁহ কমিটির পক্ষ থেকে তিনি বলেন, এ বছর আমার কানে কোন পটকা ফুটানোর আওয়াজ কানে আসেনি। এজন্য ছেলেদের ধন্যবাদ দিতে চাই।




কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7