দক্ষিন শহরে নির্মান হচ্ছে মহানন্দা প্রবীন নিবাসের নিজস্ব ভবন

 
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা প্রবীণ নিবাসের (বৃদ্ধাশ্রম) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
রোববার দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহরে প্রবীন নিবাসের নিজস্ব ভবন নির্মান কাজের ভিত্তি স্থাপন করেন তিনি।

এসময় এমপি জেসি বলেন, বর্তমান সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও মাতৃত্বকালীন ভাতা চালু করেছে। যাতে করে স্বাবলম্বী হতে পারেন। এছাড়া, অসহায় এবং অবহেলিত যাদের কোন আশ্রয় নেই তাদের জন্য সরকারের পাশাপাশি বেসরকারিভাবে উদ্যোগ গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। আগামীতে এটি বড় পরিসরে গড়ার জন্য দানশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
মহানন্দা প্রবীণ নিবাস কার্যকরী কমিটির সভাপতি ডা. আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য দেন, ডা. মো. আবুল হাসান। 
এসময় উপস্থিত ছিলেন, ডা. মো. ময়েজ উদ্দিন, ডা. মো. আনোয়ার জাহিদ, এ্যাড. সাইফুল রেজা, ঝিলিম ইউপি চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, সাবেক ছাত্রনেতা মেসবাহুল শাকের প্রমুখ।




কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7