আমে জৈব বালাইনাশক ব্যবহার নিয়ে মাঠ দিবস

জাকির হোসেন পিংকু:
চাঁপাইনবাবগঞ্জে  জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তির  মাধ্যমে আমের ক্ষতিকর পোকামাকড় ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০’মে) সকালে সদরের বামনডাঙ্গা এলাকার একটি আম বাগানে বাংলাদেশ কৃষি গবেষনা ইউনষ্টিটিউট,গাজীপুর ও লাক্ষা গবেষনা কেন্দ্র,কল্যাণপুর,চাঁপাইনবা
বগঞ্জ এই মাঠ দিবসের আয়োজন করে।
লাক্ষা গবেষনা কেন্দ্র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মঞ্জুরুল হোদা। রাসায়নিক প্রযুক্তির বালাইনাশক নিয়ে ভুল বোঝাবুঝি,বিভ্রান্তির বর্তমান প্রেক্ষাপটে জৈব প্রযুক্তির বালাইনাশক ব্যবহার নিয়ে আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যাণতত্ব গবেষনা কেন্দ্র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.জমির উদ্দিন,লাক্ষা গবেষনা কেন্দ্র উর্ধতণ বৈজ্ঞানিক কর্মকর্তা ড.জগদীশ চন্দ্র বর্মন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড.জাহাঙ্গীর ফিরোজ,আমচাষী ও বাগানী তসিকুল ইসলাম মতি,আশরাফুল হক প্রমুখ।
বক্তরা আমে কীটনাশক ব্যবহারের প্রয়োজনীয়তা ,বাজারজাত সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা করেন। রপ্তানী ও পূষ্টি চাহিদা পূরণে নিরাপদ আম উৎপাদনের গুরুত্ব নিয়েও তারা আলোচনা করেন।
মাঠ দিবসে প্রদর্শনী বাগানে আমের ক্ষতিকর মাছি পোকা (ফ্রুট ফ্লাই) দমনে নতুন জৈব প্রযুক্তির ব্যবহার দেখানো হয়। অনুষ্ঠানে ৬০ জন আমচাষী  ও উপসহকারী কৃষি কর্মকর্তারা অংশ নেন।




কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7