পদ্মার ভাঙ্গনরোধে ফেলা হচ্ছে ৯ হাজার জিও ব্যাগ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে পদ্মার ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও  ব্যাগ ফেলা শুরু হয়েছে। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এই কার্যক্রমের আওতায় ফেলা হবে ৯ হাজার জিও ব্যাগ। 
দুপুরে শাজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌসী ইসলাম জেসি বলেন, ‘ পদ্মা নদীতে নতুনভাবে দেখা দেয়া ভাঙ্গনের বিষয়টি সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প গ্রহণ করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। শীগ্রই ভাঙ্গনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে’।অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রুহুল আমীন, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীন হোদা, আক্তারুজ্জামান টিপু, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ মাষ্টার, সাবেক ছাত্র নেতা মেসবাহুল সাকের জ্যোতি।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ শাহিদুল আলম জানান, শাহজাহানপুর এলাকায় পদ্মার ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধের পর উজানে প্রায় সাড়ে ৪’শ মিটার নতুনভাবে ভাঙ্গনের মুখে পড়েছে। আজ ৯ শ জিও ব্যাগ ফেলা হয়েছে। ভাঙ্গন প্রতিরোধে পর্যায়ক্রমে ৯ হাজার জিও ব্যাগ ফেলে হবে। পাশাপাশি পদ্মার ভাঙন ঠেকাতে ৬.১ কিলোমিটার প্রতিরক্ষামূলক বাঁধ বাস্তবায়নের লক্ষ্যে ৪’শ ৮৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে, তা অনুমোদন পেলে দ্রুতই কাজ শুরু হবে।
উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের হাকিমপুর পয়েন্টে সম্প্রতি দেখা দেয় পদ্মা নদীর ভয়াবহ ভাঙ্গন। মাত্র ১ মাসের ব্যবধানে নদীগর্ভে তলিয়ে যায় কয়েকটি গ্রামসহ আবাদি জমি। হুমকীর মুখে পড়ে আগে তৈরী হওয়া পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্প কাজসহ বহু স্থাপনা। 




কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7