ভবন নির্মান নিয়ে হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কালিতলা ২য় গলি এলাকায় ভবন নির্মান নিয়ে হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। চাঁপাইনবাগঞ্জ প্রেসক্লাবে মঙ্গলবার দুপুর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ভবন মালিক আমিনুল ইসলাম। 
লিখিত বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, আদালত থেকে আমার ভবন নির্মান কাজ করার অনুমতি রয়েছে। তারপরও আমার প্রতিবেশী সাবিনা ইয়াসমিন ও তার স্বামী সাদেকুল ইসলাম বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে। যদিও প্রায় ২৬ ধরে ওই জমিতে তিনি বসবাস করে আসছেন, ভবন নির্মান কাজও করছেন সবগুলো নিয়ম মেনেই। সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম ছাড়াও তার ছেলে আফিজুল ইসলাম ও আবু বাক্কার।
এ বিষয়ে সাবিনা ইয়াসমিনের স্বামী সাদেকুল ইসলাম বলেন,আমাকে না জানিয়ে চুপি চুপি কমিশনের মাধ্যমে কোন রকমের জায়গা না ছেড়ে বাড়ি নির্মান করেছেন।



কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7