চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্মৃৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
সকাল সাড়ে ৮টায় ডাঃ আ. আ. ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে প্রথম বারের মত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ। এতে পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।  শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে মনমুগ্ধকর ডিসপ্লের  মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
এদিকে দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত
আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো আব্দুস সামাদ।



কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7